রবিবার ২০ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ০৯ জানুয়ারী ২০২৫ ১৮ : ২১Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: দীর্ঘ টালবাহানার পর গুয়াহাটিতে হচ্ছে আইএসএলের ফিরতি ডার্বি। কিন্তু শুধু ম্যাচটাই হবে প্রতিবেশী রাজ্যে। বাকি সবকিছুই কলকাতায়। দুই দলই প্রাক ম্যাচ প্রস্তুতি সারছে ঘরের মাঠে। শুক্রবার কলকাতায় প্র্যাকটিস করে গুয়াহাটির উদ্দেশে রওনা দেবে ইস্ট-মোহন। শেষ মুহূর্তে ম্যাচের ভেন্যু চূড়ান্ত হওয়ায় মাঠে বসে খেলা দেখা থেকে বঞ্চিত হবে বহু সমর্থক। ট্রেনের টিকিট নেই। বিমান ভাড়া দ্বিগুণ। তাই গুটিকয়েক স্থানীয় সমর্থকের সমানেই ডার্বি খেলতে হবে দুই প্রধানকে। যা একেবারেই ডার্বির আদর্শ পরিবেশ নয়। তবে এই নিয়ে ভাবতে রাজি নন অস্কার ব্রুজো। মেনে নিলেন শেষ মুহূর্তে ভেন্যু চূড়ান্ত হওয়ায় ট্রেনিংয়ের ক্ষেত্রে পরিকল্পনা কিছুটা বদলাতে হয়েছে। তবে কোনও অজুহাত দিতে চান না ইস্টবেঙ্গল কোচ। জানান, তাঁদের একমাত্র ফোকাস প্রস্তুতিতে। অস্কার বলেন, 'আমাদের ফোকাস শুধুমাত্র প্রস্তুতিতে। জানি গত কয়েকদিন ধরে অদ্ভূত পরিস্থিতি ছিল। ভেন্যু চূড়ান্ত না হওয়ায় ট্রেনিং পরিকল্পনায় কিছু পরিবর্তন আনতে হয়েছে। তবে সেটা কোনও সমস্যা নয়। আমাদের ক্লাব, ইনভেস্টরদের সঙ্গে একই মেরুতে থাকতে হত। আমরা শুধু টেকনিক্যাল দিকে নজর রেখেছি। ডার্বির জন্য মানসিকভাবে তৈরি।'
চোটে জর্জরিত দুই শিবির। সল ক্রেসপো নেই, চোট রয়েছে আনোয়ারের। ৪৮ ঘন্টা পর্যবেক্ষণের পর দেশের একনম্বর ডিফেন্ডারকে ডার্বিতে পাওয়া যাবে কিনা বোঝা যাবে। তবে অস্কার জানিয়ে দিলেন, আনোয়ারের প্রথম একাদশে থাকায় সম্ভাবনা ৩০ শতাংশ। তবে ২০ জনের দলে থাকবেন। সদ্য দলের সঙ্গে যোগ দিয়েছেন ক্রেসপো। ডার্বিতে তাঁর খেলার সম্ভাবনা নেই। একেতে চোট-আঘাত, তারওপর গত দুই ম্যাচে খারাপ পারফরম্যান্স। খাতায় কলমে ফেভারিট মোহনবাগান। প্রাক্তন ফুটবলাররাও এগিয়ে রেখেছে হোসে মোলিনার দলকে। কিন্তু নিজেদের আন্ডারডগ ভাবতে নারাজ ব্রুজো। বরং পাল্টা প্রশ্ন ছুড়ে দিলেন ইস্টবেঙ্গল কোচ। অস্কার বলেন, 'এই ধরণের ম্যাচে কি আন্ডারডগ হয়? একেবারেই না। আমি জানি না এই প্রশ্ন করে আমাকে উস্কে দেওয়ার চেষ্টা করা হচ্ছে কিনা। ম্যাচ ৫০-৫০। মোহনবাগানেরও সমস্যা আছে। ওরা কয়েকটা ম্যাচ শেষদিকে জিতেছে। ওদেরও আমাদের আটকাতে হবে। ওদেরও একই পরিস্থিতি। তবে আমাদের আরও বেশি প্রতিক্রিয়াশীল হতে হবে। কিছু জায়গায় কন্ট্রোল নিজেদের হাতে রাখতে হবে।'
রেফারিং নিয়ে ক্ষোভ রয়েছে লাল হলুদ শিবিরে। এই প্রসঙ্গে বেশ কয়েকবার মুখ খোলেন ইস্টবেঙ্গল কোচ এবং কর্তারা। ডার্বির আগেও এই বিষয়টি ভাবাচ্ছে লাল হলুদ শিবিরকে। অস্কার বলেন, 'আমি রেফারিদের সততায় বিশ্বাসী। এবার এই বিষয়ে আমাদের ভাগ্য সঙ্গ দিচ্ছে না। হয়তো লম্বা দৌড়ে একটা ভারসাম্য থাকবে। তবে বর্তমানে কঠিন সিদ্ধান্ত ওদের পক্ষে যাচ্ছে। এটা আমাদের হাতে নেই। আশা করছি শনিবার আমাদের রেফারি নিয়ে কথা বলতে হবে না।' দাবি করা হয়, আগের দিন ইস্টবেঙ্গলের প্র্যাকটিস চলাকালীন যুবভারতীর প্র্যাকটিস গ্রাউন্ড সংলগ্ন পাঁচতারা হোটেল থেকে তাঁদের অনুশীলনের ভিডিও রেকর্ডিং করা হয়। সেই কারণেই প্র্যাকটিস সরিয়ে নিয়ে যাওয়া হয় রাজারহাটে।
শেষ দুই ম্যাচে পারফরম্যান্স খারাপ হলেও, তাতে দলের মানসিকতায় প্রভাব ফেলবে না বলেই দাবি করেন অস্কার। মুম্বই ম্যাচে দলের খেলায় খুশি নন ইস্টবেঙ্গল কোচ। তবে দাবি, ব্যক্তিগত ভুলের প্রভাব গোটা দলের মনোবলে পড়বে না। আইএসএলের প্রথম ডার্বিতে শহরে মাত্র কয়েক ঘন্টার অতিথি ছিলেন। ভোরে কলকাতায় পা রেখেই সেদিন সন্ধেয় ডার্বির ডাগআউটে বসেন। জানান, দলের কঠিন পরিস্থিতিতে সেদিন বেঞ্চে থাকা তাঁর নিজের সিদ্ধান্ত ছিল। ফুটবলারদের পাশে থাকতে চেয়েছিলেন। তবে এখন পরিস্থিতি অনেকটাই বদলেছে। গত ম্যাচের ব্যর্থতা বাদ দিলে, ফুটবলাররা তাঁর স্টাইলের সঙ্গে নিজেদের রপ্ত করে নিচ্ছে। মাঝে কয়েকটা ম্যাচে দল ভাল খেলেছে। ব্রুজো জানান, এই ডার্বির যাবতীয় দায় তাঁর। তারকাদের উপস্থিতিতে এতদিন প্রথম একাদশে অনেকেই সুযোগ দিতে পারেননি। এবার তাঁদের কাছে অগ্নিপরীক্ষা। অস্কার চান, নিজেদের দক্ষতা দেখিয়ে তাঁকে ভুল প্রমাণ করুক সেই সমস্ত ফুটবলাররা। ডার্বি জিতে সমর্থকদের উপহার দিতে চান লাল হলুদের স্প্যানিশ কোচ।
নানান খবর
নানান খবর

আউট হওয়ার ভিডিও দেখিয়ে এ কী ধরনের রসিকতা! বাবর আজমকে তুমুল ট্রোল আইসল্যান্ড ক্রিকেটের, নেটপাড়ায় হাসির রোল

হায়দরাবাদের স্টেডিয়াম থেকে সরে যাচ্ছে তারকা ক্রিকেটারের নামাঙ্কিত স্ট্যান্ড, আইনি লড়াইয়ে ক্রিকেট বিশ্ব তোলপাড়

সাত গোলের ম্যাচ জিতে উঠে দুঃসংবাদ বার্সার জন্য, কী হল স্পেনের ক্লাবের?

অভিষেকেই তিন-তিনটি রেকর্ড, স্বপ্নের শুরু ১৪ বছরের সূর্যবংশীর

স্টার্ক নন, ভাল আবেশ খান হয়েই থাকতে চান, ম্যাচ জিতিয়ে স্বীকারোক্তি লখনউয়ের তারকা বোলারের

মেয়েদের বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না পাকিস্তান দল, জানিয়ে দিলেন পিসিবির চেয়ারম্যান

শুরুতেই বাজিমাত, আই লিগ টু-তে অপরাজিত চ্যাম্পিয়ন ডায়মন্ড হারবার

কোচের মেয়ের সঙ্গে প্রেম, মাঝে বিচ্ছিন্ন যোগাযোগ, বিশ্বকাপের সময়ে তারকা ক্রিকেটার জানতে পারেন বিয়ে স্থির করে ফেলেছেন মা

ভারত, পাকিস্তান ও বাংলাদেশে তিন ভাই, খেলছেন ক্রিকেট

তীব্র গরমে দুপুরে ম্যাচ, মোদি স্টেডিয়ামে দর্শকদের জন্য বিশেষ ব্যবস্থা করল গুজরাট ফ্রাঞ্চাইজি

'হয় ওর ইগো আছে, বা সিনিয়রদের থেকে পরামর্শ নিতে লজ্জা পায়', পাকিস্তানের প্রাক্তন অধিনায়কের নিশানায় বাবর

ভারতসেরা ইস্টবেঙ্গলের মেয়েরা, পুরস্কার তুলে দেওয়া হল ক্রীড়ামন্ত্রীর হাতে

সরাসরি সুপার কাপের কোয়ার্টার ফাইনালে মোহনবাগান, বেড়ে গেল ডার্বির সম্ভাবনা

ভারতে অনুষ্ঠিত এই মেগা ইভেন্টের যোগ্যতা অর্জন করল পাকিস্তান, কোথায় হবে ম্যাচ?

অসুস্থ ফুটবলার শুভর পাশে ময়দান, সাহায্যের হাত বাড়ালেন সৌরভও